Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারী ও বেসরকারীভাবে বিদেশে চাকুরি প্রার্থীদের নাম রেজিষ্টেশন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি
বিস্তারিত

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বের বিভিন্ন দেশে সরকারী ও বেসরকারী ভাবে বৈদেশিক চাকুরির জন্য আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশায় ডিজিটালাইজট পদ্ধতিতে       ‌‍‍‍“‌‌‍‍‍ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে” নাম রেজিষ্টেশনের কাজ চলিতেছে।

 

উক্ত নাম রেজিষ্টেশন কার্যক্রম আগামী ০৬-০৯-২০১৩ ইং রবিবার পর্যন্ত চলবে।

 

অন-লাইন রেজিষ্ট্রেশান ফরম পুরনের নিয়মাবলীঃ

·         আগ্রহী প্রাথীদের বাংলাদেশের নাগরিগ হতে হবে।

·         প্রার্থীর বয়স সীমা ১৮-৪৫ বছর হতে হবে।

·         শুধুমাত্র গৃহকর্মী নারী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে।

·         যেকোন দেশের জন্য এই রেজিষ্ট্রেশন প্রযোয্য হবে তবে প্রাথীর্ তার পছন্দের পেশায় সর্বাধীক ০৭ টি দেশের জন্য আবেদন করতে পারবেন।

·         প্রাথী সর্বমোট ২০০ টি পেশা হইতে এক বা একাধী পছন্দ করতে পারবেন।

·         ইতিমধ্যে যারা মালোয়েশিয়ায় গমনের জন্য রেজিষ্ট্রেশন তারাও বর্তমানে অন্যান্য দেশের জন্য পছন্দ অনুযায়ী রেজিষ্ট্রেশন করতে পারবেন।

·         এই রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ২ বছরের মধ্যে নতুন করে আর রেজিষ্ট্রেশর করা যাবে না।

·         এখন যারা রেজিষ্ট্রেশনকরছেন না কিন্তু পরবর্তীতে বিদেশে যাওয়ার মনস্থ করবেন তারা ২ বছর পর রেজিস্ট্রেসনের সুযোগ পাবেন।

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনিয় কাগজ পত্র ঃ

·         ডিজিটাল পাসপোর্র্ট (যদি থাকে)

·         জাতীয় পরিচয় পত্র (যদি থাকে) না থাকলে জন্ম সনদ এর ফটোকপি আবশ্বই

·         শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এর ফটোকপি (যদি থাকে)

·         অভিজ্ঞতার সনদ এর ফটোকপি (যদি থাকে)

 

অন লাইন রেজিস্ট্রেশন এর জন্য, রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২৫০ টাকা নগদ ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

ডাউনলোড
ছবি
ডাউনলোড